মেসি-ইয়ামাল-সালাহদের নিয়ে ফুটবল উৎসবের ঘোষণা কাতারের

মেসি-ইয়ামাল-সালাহদের নিয়ে ফুটবল উৎসবের ঘোষণা কাতারের

এই মঞ্চেই স্বপ্ন ছুঁয়েছিলেন লিওনেল মেসি। ২০২২ বিশ্বকাপের ফাইনালের পর কাতারের লুসাইল স্টেডিয়াম স্বাক্ষী হতে যাচ্ছে আরও একটি মহারণের। বহু জল্পনা-কল্পনার পর আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা হবে ২৭ মার্চ। আর এই ম্যাচকে ঘিরে ফুটবল উৎসবের ঘোষণা দিয়েছে কাতার। যে আয়োজনে মেসি-ইয়ামালের সঙ্গে দেখা যাবে মিসরের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহকেও।

আগামী মার্চে আন্তর্জাতিক ফুটবল প্রদর্শনী আয়োজনের ঘোষণা দিয়েছে কাতার। আগামী ২৬ থেকে ৩১ মার্চ পর্যন্ত চলবে কাতার ফুটবল ফেস্টিভাল ২০২৬, যেখানে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ম্যাচ ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন ও দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার ফিনালিসিমা। 

ছয়টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের এই উৎসবে আর্জেন্টিনা, স্পেন ছাড়া আছে স্বাগতিক কাতার, সৌদি আরব, মিসর ও সার্বিয়া। ফিফার অফিসিয়াল আন্তর্জাতিক উইন্ডোর মধ্যেই এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, ফলে অংশগ্রহণকারী সব দলই পূর্ণ শক্তির জাতীয় দল ও প্রথম সারির খেলোয়াড়দের নিয়ে মাঠে নামবে।

ফিফার নির্ধারিত আন্তর্জাতিক উইন্ডোর মধ্যে ম্যাচগুলো পড়ায় সব দলই সিনিয়র স্কোয়াড নিয়ে খেলবে। ফলে মার্চে কাতারের মাঠে দেখা যেতে পারে তারা মেলা। সম্ভাব্য অংশগ্রহণকারী তারকাদের মধ্যে রয়েছেন লিওনেল মেসি, মোহাম্মদ সালাহ, লামিনে ইয়ামাল, আলেকসান্দার মিত্রোভিচ ও ওমর মারমুশ। 

এই উৎসবে স্পেনের বিপক্ষে ম্যাচের পর ৩১ মার্চ আরেকটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। লুসাইল স্টেডিয়ামে কাতার মুখোমুখি হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর ৩০ মার্চ স্পেন খেলবে মিসরের বিপক্ষে।

ফুটবল ইভেন্টসের লোকাল অর্গানাইজিং কমিটি (এলওসি) জানিয়েছে, এই ফেস্টিভ্যাল বিশ্বমানের আন্তর্জাতিক ফুটবল আয়োজনের ক্ষেত্রে কাতারের ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন। একই সঙ্গে ২০২৬ ফিফা বিশ্বকাপের আগে জাতীয় দলগুলোর জন্য এটি হবে সর্বোচ্চ মানের প্রস্তুতির সুযোগ।

এলওসি চেয়ারম্যান শেখ হামাদ বিন খলিফা আল থানি বলেন, ‘ফিফা বিশ্বকাপের আগে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল তারকাদের আতিথেয়তা দিতে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড় ও সমর্থকদের স্বাগত জানাতে আমরা মুখিয়ে আছি।’ তিনি আরও বলেন, ‘বিশ্ব ফুটবল সম্প্রদায়ের জন্য আবারও আমাদের দরজা খুলতে পেরে আমরা গর্বিত। কাতার ফুটবল ফেস্টিভ্যাল আয়োজন বিশ্বমানের অভিজ্ঞতা দেওয়ার প্রতি আমাদের প্রতিশ্রুতি তুলে ধরে এবং বৈশ্বিক ফুটবলে কাতারের বিশ্বস্ত অংশীদার হিসেবে অবস্থানকে আরও দৃঢ় করে।’

কাতার ফুটবল ফেস্টিভালের টিকিট বিক্রি শুরু করবে ২৫ ফেব্রুয়ারি থেকে। আন্তর্জাতিক সমর্থকদের জন্য ভ্রমণ প্যাকেজ পাওয়া যাবে ১ ফেব্রুয়ারি থেকে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *